নিজের প্রিয় সাইকেলটি যখন হটাৎ চোরের কবলে পড়ে, তখন একমাত্র উনিই বুঝতে পারেন কতটা কষ্ট লাগে।
প্রতিদিনই বিভিন্ন
যখন আপনার প্রিয় সাইকেলটি চোর চুরি করে নিয়ে যাবে, তাৎক্ষণিক আপনি কি করতে পারেন সেই ব্যাপারে আজকের ব্লগে জানাবো আপনাদের।
যখনই টের পাবেন যে আপনার সাইকেলটি হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না, ঠান্ডা মাথায় চোরের মত ভাবুন যে কোনদিক দিয়ে নিয়ে যেতে পারে,
আসে পাশে কাউকে জিজ্ঞেস করার পর যদি কেউ বলে উত্তর দিকে গেছে, তাহলে আপনি উত্তর দিকে না গিয়ে দক্ষিণে খোঁজার ট্রাই করবেন, এটা কেনো বললাম তা পরে বলছি।
আসে পাশে খুঁজে না পেলে সাথে সাথে আপনার সাইকেল এর ক্যাশ মেমো নিয়ে ওই এরিয়ার থানায় গিয়ে একটি জিডি করে ফেলুন।
👉 জিডির কপির পিছনে ওই থানার তদন্তকারী কর্মকর্তার মোবাইল নম্বর ও নাম দেওয়া থাকে, জিডি করার ৪/৫ ঘন্টা পরে তাকে কল দিয়ে সরাসরি অথবা মোবাইলে আপনার ঘটনার বিস্তারিত জানান।
👉 আপনার সাইকেলের ক্যাশ মেমো এবং জিডির কপির কয়েকটা ফটোকপি করে বাসায়-মানিব্যাগে এবং আপনার সাথে যদি কোনো ব্যাগ থাকে তাহলে সেটাতেও ১ কপি করে রেখে দিন, কাজে আসবে।
👉 এরপর যেখান থেকে চুরি হয়েছে তার আসে পাশে ১ কিলোমিটারের ভিতরে কোথায় সিসি ক্যামেরা আছে, তা একটি লিস্ট করুন এবং কোন ক্যামেরার ফুটেজ কার কাছে গেলে পাওয়া যাবে তার নম্বর সংগ্রহ করুন।
👉 নাম্বারগুলো তে কল করে আপনার সমস্যার কথা জানিয়ে ওই সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চান, যদিও অনেক দেয় না। আবার অনেকেই হেল্প করে। যদি ভিডিও না দেখাতে চায় তাহলে আপনার জিডির তদন্তকারী কর্মকর্তার সঙ্গে ওই ক্যামেরা পরিচালনাকারীর সাথে মোবাইলে কথা বলিয়ে দিন।
👉 এখন আপনার কাজ হচ্ছে বিভিন্ন অনলাইন বেচা কেনার মাধ্যম যেমন ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক বাই সেল গ্রুপ, বিক্রয় ডট কম এইগুলোতে চোখ রাখুন।
❌❌ভুলেও আপনার সাইকেলের চুরি হওয়া পোস্ট কোনো ফেসবুক গ্রুপ বা নিজের টাইমলাইনে শেয়ার করবেন না।❌
এক্ষেত্রে সাইকেল ফিরে পাওয়ার চান্স ৯৯% কমে যায়। আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল বা অন্য এলাকার কোনো বন্ধুকে আপনার সাইকেলের চিন্হ/ দাগ/ রং/ ও ছবি সহ পার্সোনালি মেসেজ দিয়ে রাখুন।❌❌
👉 যদি কোথাও আপনার সাইকেলের সেল পোস্ট দেখেন তাহলে আপনার মূল আইডি বা আপনার রেগুলার মোবাইল নাম্বার দিয়ে তার সাথে যোগাযোগ করবেন না এবং তাকে আপনার অরিজিনাল কোনো তথ্য দিবেন না।
একটা ফেক ইনফরমেশন দিয়ে এবং তার সাথে ফেক আইডি দিয়ে এমনভাবে কথা বলুন যাতে আপনি সাইকেলের বিষয়ে একদমই অনভিজ্ঞ।
এবার বলি সাইকেল চুরি হওয়ার পরে যদি কাউকে জিজ্ঞেস করে তার কথা অনুযায়ী ওই রাস্তায় খুঁজতে যান তাহলে আপনি ভুল করবেন। কারণ অনেক সময় চোরদের সদস্যরা সাইকেলের মালিকের পথভ্রষ্ট করার জন্য সাইকেলের চুরি হওয়া জায়গায় দাড়িয়ে থাকে যাতে আরেকজন সাইকেল নিয়ে গায়েব হয়ে যেতে পারে।
বর্তমানে দেশ যত ডিজিটাল হচ্ছে, তেমনিভাবে চোরেরাও ডিজিটাল হচ্ছে, আপনি আপনার সাইকেল চুরি হওয়ার পোস্ট ফেসবুকে দিবেন আর ঐদিকে চোরের নজরে ওই পোস্ট পড়লে আপনার সাইকেল শেষ, টুকরা টুকরা করে বিক্রি করে দিবে, টের ও পাবেন না।
⛔ আর থানায় যদি সাইকেল চুরির জন্য জিডি না নিতে চায় তাহলে মাথা গরম করবেন না, পরিচিত কেউ থাকলে কল দিয়ে জিডি করেন, যদি না থাকে তাহলে একদম গরীব অসহায়ের মত থানার মাটি কামুর দিয়ে ৫/৬ ঘন্টা থানায় বসে থেকে বড় অফিসারের সহানুভূতি নিন, কিন্তু মাথা গরম করে তাদের সাথে কথা বলবেন না এতে বিপরীত হতে পারে।⛔
আজকের মত এটুকু লিখেই শেষ করছি, আরেকদিন আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করবো, আল্লাহ হাফেজ 👋
