গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা নবনির্মিত সিনেপ্লেক্সের ছবি ভাইরাল হয়েছে, শোনা যাচ্ছিল ছবিগুলো লায়ন সিনেমাস নামের এক নতুন সিনেপ্লেক্সের।
তো আজকে আমি আপনাদের জানাবো পুরো বিষয়টা।
রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে লায়ন শপার্স ওয়ার্ল্ড মার্কেট এর এর ৮ তলায় তৈরি করা হয়েছে এই সিনেপ্লেক্স যার নাম করণ করা হয়েছে ২০০৫ সালে ভেঙে ফেলা পুরান ঢাকার ইসলামপুরের লায়ন সিনেমা হলের নামে।
গত সপ্তাহে এই সিনেপ্লেক্সেটিতে প্রদর্শন করা হয় ভারতের বহুল আলোচিত ও সুপারহিট সিনেমা “পুষ্পা”। এ সিনেমা প্রদর্শনের সময় বাহিরের কোনো দর্শক ছিলো না, লায়ন সিনেমা হল এবং লায়ন সিনেমাস এর কর্ণধর মির্জা আব্দুল খালেক ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলো।
সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি ও শীততাপ নিয়ন্ত্রিত লায়ন সিনেমাস (সিনেপ্লেক্সে) এ থাকছে ৪ টি স্ক্রীন। প্রতিটি স্ক্রীনেই ক্রিস্টাল ক্লিয়ার বিগ স্ক্রীনের সাথে থাকছে ডলবি ৭.১ সারাউন্ড সাউন্ড সিস্টেম। যার কারণে এই সিনেপ্লেক্সের দর্শকরা চলচ্চিত্র উপভোগের সময় কিছুটা আইম্যাক্স (IMAX) এর ফিল পাবেন।।
নব নির্মিত এই সিনেপ্লেক্সটি পরিচালনার দায়িত্বে আছে “জয় সিনেমাস”
মূল সিনেপ্লেক্সের ভিতরে থাকবে নিজস্ব ফুড কোর্ট, বিশাল বড় লবি, আধুনিক ওয়াশরুম, ডিজিটাল বক্স অফিস সহ আরো বিভিন্ন সুযোগ সুবিধা।
লায়ন সিনেমাস এর এক কর্মকর্তার (নাম প্রকাশে অনিচ্ছুক) সাথে কথা বলে জানা গেলো বর্তমানে তাদের ৪ টি হল সিনেমা প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে, আগামী ৪ মার্চ ২০২২ এ উদ্বোধনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তারা তবে সিনেপ্লেক্সেটিতে লোকবল এখনও নিয়োগ দেওয়া হয়নি এবং আরো কিছু কাজ বাকি আছে তাই এখনও সিনেপ্লেক্সেটি উদ্বোধনের তারিখ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
সিনেপ্লেক্সেটি উদ্ভোধন হলে বাংলা চলচ্চিত্র সহ বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিনিয়ত প্রদর্শিত হবে।
© এই পোস্টে লেখা কপি করে কোন ধরনের অনলাইন পত্রিকা বা নিউজ পোর্টালে দেওয়া নিষেধ। ❌