ধ্বংসের একেবারে শেষ প্রান্তে আজাদ সিনেমা হল

রাজধানীর পুরান ঢাকার “আজাদ” সিনেমা হল।

আজাদ হলের সামনে থেকে তোলা


ঢাকার অন্যতম অভিজাত সিনেমা হলের একটি এই হল। ১৯৩১ সালে চালু হওয়া এই হলের নাম প্রথমে ছিলো মুকুল, পরবর্তীতে এর নাম পাল্টিয়ে রাখা হয় আজাদ।


 কিন্তু কালের বিবর্তনে সিনেমা হলটির এখন করুন থেকেও করুন অবস্থা। বেশিরভাগ আসনই নেই, যেগুলো আছে সেগুলোতেও বসার কোনো কায়দা নেই। উপরের সিলিং বৃষ্টির পানিতে পচে ছিঁড়ে ছাদের টিন দেখা যায়। নিচের ফ্লোরে ইদুর মাটি খুঁড়ে ফ্লোর ভেঙে ফেলেছে, ভিতরে গোমট গন্ধ, আর ছেরা গদির সিটে ছারপোকার তাণ্ডব। তারপরেও এখনও চালু আছে হলটি। প্রতি সপ্তাহে পুরনো বাংলা ছবি মুক্তি পায় এই হলে, প্রতিদিন ৪টি করে শো চলে।

বর্তমানে এই সপ্তাহে চলছে মান্না অভিনীত সিনেমা “আম্মাজান” সন্ধ্যা ৬ টার শো তে দর্শক মাত্র ২০/২২ জন।

সর্বশেষ ১০১০ সালের ঈদ উল ফিতরের সময় “নাম্বা




র ওয়ান শাকিব খান” সিনেমাটি মুক্তির আগে এই হলের সংস্কার কাজ করা হয়েছিল।