গত ২৪ শে ডিসেম্বর মুক্তি পেয়েছে রনি ভৌমিক পরিচালিত “মৃধা বনাম মৃধা”, এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তারিক আনাম খান, নোভা ফিরজ সহ আরো অনেকে।
ঢাকা-চট্টগ্রাম সহ দেশের প্রায় ৩০টি সিনেমা হলে মুক্তি পায় এই সিনেমাটি, মুক্তির তৃতীয় দিনের মাথায় এসে সিনেমা হল থেকে নামতে শুরু করেছে মৃধা বনাম মৃধা সিনেমাটি।
| চিত্রামহল হলে চলছে “আমি তোমার হতে চাই” |
| কেরানীগঞ্জের নিউ গুলশান হলে চলছে “নবাব এলএলবি” |
এদিকে ঢাকার বাইরের আরো দুইটি সিনেমা হল থেকে নামানো হয় মৃধা বনাম মৃধা সিনেমাটি। এর মধ্যে একটি হচ্ছে দিনাজপুর জেলার সৈয়দপুরের তামান্না সিনেমা হল ও বরিশালের একমাত্র সিনেমা হল অভিরুচি।
সিনেমাপ্রেমীদের ভাষ্যমতে মৃধা বনাম মৃধা সিনেমাটি খুবই ভালো গল্পের একটি সিনেমা তবে মুক্তি দেওয়ার আগে তেমন কোনো প্রচারণা করা হয়নি, যদি এই সিনেমাটি মুক্তি দেওয়ার এক মাস আগে থেকে ট্রেইলার গান ও পোস্টার দিয়ে প্রচার করত তাহলে এভাবে সিনেমাটি ফ্লপ হত না, প্রচারণার অভাবে সিনেমাটি মুক্তির তিন দিনের মাথায় এসে হল থেকে নামাতে বাধ্য হচ্ছে হল মালিকরা।
ইমাম হোসেন আকাশ [সিনেমা ব্লগার]
(উপরের লেখা সমস্ত তথ্য সত্য ও সঠিক, যাচাই করে তুলে ধরা হয়েছে)