কোলকাতার শুভংকর সরকার বাংলাদেশে

কখনো উদ্ভট কর্মকাণ্ড, কখনো সোশ্যাল এক্সপিরিমেন্ট, আবার কখনো ছেরা ফাটা জমা ও প্যান্ট পরে হঠাৎ রাস্তায় R15 নিয়ে গার্লফ্রেন্ড জোগাড় করে নিয়ে ঘুরে বেড়ায় কোলকাতা শহর।
এমনি নানার ধরনের ভিডিও তৈরি করেন কোলকাতার টপ ইউটিউবার শুভংকর সরকার (S S)।

কিছুদিন আগে তার সোশ্যাল এক্সপিরিমেন্ট এর একটি ভিডিও প্রচুর ভাইরাল হয়, যেখানে দেখা যায়, যারা রাস্তায় পাবলিক প্লেসে প্রসাব করেন, তাদেরকে সে একটি ক্রেস্ট, একটি পতাকা ও একটি সম্মাননা পদক প্রদান করেন। এইরকম অদ্ভুত একটি ভিডিও ইউটিউব এ প্রকাশ পাওয়ার পর বাংলাদেশেও ভাইরাল হয়। সেখান থেকেই তৈরি হয় তার বাংলাদেশী ভক্ত।
হটাৎ করে সে কয়েকদিন আগে বাংলাদেশে আসে এবং গত ২৫ জুলাই সে তার বাংলাদেশী ভক্তদের সাথে দেখা করতে চায়।

সেই অনুসারে ২৫ জুলাই ঢাকা আসেন শুভংকর, দেখা করেন তার ভক্তদের সাথে। ঘুরে দেখেন ধানমন্ডি লেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি, ও পুরান ঢাকার নাজিরা বাজার। এসময় তিনি উপভোগ করেন ঢাকার ঐতিহ্যবাহী বিসমিল্লাহ কাবাব ঘর এর চাপ ও বিউটি লাচ্ছি সরবত।

এ সময় তিনি জানান, "বাংলাদেশের ভক্তদের কাছ থেকে এতটা সারা পেয়ে আমি খুবই খুশি, যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি পেয়েছি"।
সময় স্বল্পতার কারণে ২৫ জুলাই আবার কোলকাতায় ব্যাক করেন, এসময় তিনি জানান শীগ্রই বাংলাদেশের একটি কোম্পানির প্রোডাক্ট লঞ্চিং এর জন্য আবার ঢাকায় আসবেন।