বর্তমান সময়ের জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ইউটিউব, এখনকার তরুণরা ফেসবুক থেকে ইউটিউবে এখন বেশি সময় দিচ্ছে।
প্রাঙ্ক, ফানি ভিডিও, লার্নি, আর্নি এর চ্যানেল সবচেয়ে বেশি এখন বাংলাদেশে, তারই ধরাবাহিকতায় ইউটিউবে এল নতুন চ্যানেল "দ্যা ফালতু প্রাইভেট", যার ক্রিয়েটর ও আর্টিস্ট হচ্ছে শর্ট ফিল্ম ডিরেক্টর রেইনবো আকাশ।
তিনি বলেন বর্তমানে বাংলাদেশে ইউটিউবে যেসব প্রাঙ্ক চ্যানেল রয়েছে সেগুলোতে প্রাংক এর নামে চলছে মানুষ হয়রাণী, মানুষদের কে না জানিয়ে দুর থেকে ক্যামেরা দিয়ে প্রাঙ্ক করে বিব্রত অবস্থায় ফেলছে লোকজনদেরকে, এর প্রতিবাদ হিসেবে রেইনবো আকাশ ইউ
সম্পুর্ন শিক্ষামুলক, বিনোদনের চ্যানেল হবে এটি।
চ্যানেল লিংক - https://www.youtube.com/channel/UC7ugZR4HKsFhSDN4BkhQogg