সি‌লেটে Rainbow Akash

শুক্রবার সকাল সা‌ড়ে ০৬ টার দি‌কে সি‌লেট হযরত শাহজালাল রহঃ মাজা‌রে গি‌য়ে‌ছিল রেইন‌বো আকাশ।

জানা যায়, বৃহস্প‌তিবার রা‌ত্রে রেইন‌বো আকাশ ও তার বন্ধুবান্ধবদের নি‌য়ে রিজার্ব বাসে ক‌রে সি‌লে‌টে দুই মাজার জিয়ারত ও জাফলং ভ্রমন কর‌তে গি‌য়ে‌ছি‌লেন। দুই মাজার জিয়ারত করা শে‌ষে সকাল ১০ টার দি‌কে জাফলং চ‌লে যান, সেখা‌নে সারা‌দিন ভ্রমন শে‌ষে বিকাল ০৪:৩০ মি‌নি‌টে ঢাকার উ‌দ্যে‌শে রওনা হ‌য়ে শ‌নিবার রাত দুইটার দি‌কে ‌গেন্ডা‌রিয়া‌তে তার বাসায় পৌছান।