Skip to main content

Akash Ariyan

Search This Blog

on December 27, 2016
  • Get link
  • Facebook
  • X
  • Pinterest
  • Email
  • Other Apps
  • Get link
  • Facebook
  • X
  • Pinterest
  • Email
  • Other Apps

Popular Posts

Image

ধ্বংসের একেবারে শেষ প্রান্তে আজাদ সিনেমা হল

রাজধানীর পুরান ঢাকার “আজাদ” সিনেমা হল। আজাদ হলের সামনে থেকে তোলা ঢাকার অন্যতম অভিজাত সিনেমা হলের একটি এই হল। ১৯৩১ সালে চালু হওয়া এই হলের নাম প্রথমে ছিলো মুকুল, পরবর্তীতে এর নাম পাল্টিয়ে রাখা হয় আজাদ।  কিন্তু কালের বিবর্তনে সিনেমা হলটির এখন করুন থেকেও করুন অবস্থা। বেশিরভাগ আসনই নেই, যেগুলো আছে সেগুলোতেও বসার কোনো কায়দা নেই। উপরের সিলিং বৃষ্টির পানিতে পচে ছিঁড়ে ছাদের টিন দেখা যায়। নিচের ফ্লোরে ইদুর মাটি খুঁড়ে ফ্লোর ভেঙে ফেলেছে, ভিতরে গোমট গন্ধ, আর ছেরা গদির সিটে ছারপোকার তাণ্ডব। তারপরেও এখনও চালু আছে হলটি। প্রতি সপ্তাহে পুরনো বাংলা ছবি মুক্তি পায় এই হলে, প্রতিদিন ৪টি করে শো চলে। বর্তমানে এই সপ্তাহে চলছে মান্না অভিনীত সিনেমা “আম্মাজান” সন্ধ্যা ৬ টার শো তে দর্শক মাত্র ২০/২২ জন। সর্বশেষ ১০১০ সালের ঈদ উল ফিতরের সময় “নাম্বা র ওয়ান শাকিব খান” সিনেমাটি মুক্তির আগে এই হলের সংস্কার কাজ করা হয়েছিল।
Image

কেরানীগঞ্জের লায়ন সিনেমা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে

  গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা নবনির্মিত সিনেপ্লেক্সের ছবি ভাইরাল হয়েছে, শোনা যাচ্ছিল ছবিগুলো লায়ন সিনেমাস নামের এক নতুন সিনেপ্লেক্সের। তো আজকে আমি আপনাদের জানাবো পুরো বিষয়টা। রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে লায়ন শপার্স ওয়ার্ল্ড মার্কেট এর এর ৮ তলায় তৈরি করা হয়েছে এই সিনেপ্লেক্স যার নাম করণ করা হয়েছে ২০০৫ সালে ভেঙে ফেলা পুরান ঢাকার ইসলামপুরের লায়ন সিনেমা হলের নামে। গত সপ্তাহে এই সিনেপ্লেক্সেটিতে প্রদর্শন করা হয় ভারতের বহুল আলোচিত ও সুপারহিট সিনেমা “পুষ্পা”। এ সিনেমা প্রদর্শনের সময় বাহিরের কোনো দর্শক ছিলো না, লায়ন সিনেমা হল এবং লায়ন সিনেমাস এর কর্ণধর মির্জা আব্দুল খালেক ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলো। সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি ও শীততাপ নিয়ন্ত্রিত লায়ন সিনেমাস (সিনেপ্লেক্সে) এ থাকছে ৪ টি স্ক্রীন। প্রতিটি স্ক্রীনেই ক্রিস্টাল ক্লিয়ার বিগ স্ক্রীনের সাথে থাকছে ডলবি ৭.১ সারাউন্ড সাউন্ড সিস্টেম। যার কারণে এই সিনেপ্লেক্সের দর্শকরা চলচ্চিত্র উপভোগের সময় কিছুটা আইম্যাক্স (IMAX) এর ফিল পাবেন।। নব নির্মিত এই সিনেপ্লেক্সটি পরিচালনার দায়িত্বে আছে “জয় সিন...
Image

হল থেকে নেমে যাচ্ছে মৃধা বনাম মৃধা

  গত ২৪ শে ডিসেম্বর মুক্তি পেয়েছে রনি ভৌমিক পরিচালিত “মৃধা বনাম মৃধা”, এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তারিক আনাম খান, নোভা ফিরজ সহ আরো অনেকে। ঢাকা-চট্টগ্রাম সহ দেশের প্রায় ৩০টি সিনেমা হলে মুক্তি পায় এই সিনেমাটি, মুক্তির তৃতীয় দিনের মাথায় এসে সিনেমা হল থেকে নামতে শুরু করেছে মৃধা বনাম মৃধা সিনেমাটি। রোববার পুরান ঢাকার ইংলিশ রোডের চিত্রামহল সিনেমা হল থেকে দুপুর ১২ টার শো শেষ হওয়ার পরে মৃধা বনাম মৃধা নামিয়ে দেওয়া হয়, দুপুর তিনটার সময় অনন্য মামুন পরিচালিত ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমা “আমি তোমার হতে চাই” প্রদর্শনী শুরু করা হয়। চিত্রামহল হলে চলছে “আমি তোমার হতে চাই” ওইদিনই সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জের আরেকটি সিনেমা হল থেকে নামানো হয় “মৃধা বনাম মৃধা” সিনেমাটি, কেরানীগঞ্জের নিউ গুলশান সিনেমা হলে গিয়ে দেখা যায় অনন্য মামুন পরিচালিত গতবছরের মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা নবাব এলএলবি চলছে, নিউ গুলশান হলের গেট ম্যান কে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে জানায় শুক্রবারে মুক্তি পাওয়া এই সিনেমাটি শুরু থেকেই ৫ থেকে ১০ জন দর্শক হচ্ছিল তাই এই সিনেমাটি হল থেকে নামিয়ে শাকিব খানের ...
Powered by Blogger